১৪-০৬-২০২১৫ ইং রোজ রবিবার বিকাল ০৪ ঘটিকায় অনুষ্ঠিত হলো আজগরা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশন সভা ও আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউল আলম এর অনুপস্থিতিতে aid কুমিল্লা থেকে আগত জনাবা রোকেয়া আক্তার শেফালী প্রধান অতিথির আসন অলংকৃত করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক মজিবুর রহমান দুলাল, ইউনিয়নের সদস্যবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা সহ সর্ব স্তরের জনগণ। বাজেট ঘোষনা ও আলোচনার পর প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে জনগণ তাদের বিভিন্ন প্রশ্ন এবং মতামত প্রকাশ করেছেন। উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ রুহুল আমিন সাহেব।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস