Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স
Details

সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ডের পর্যালোচনা এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে করণীয় বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স আজ শনিবার সকাল ১১ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে সূচনা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করেন। সূচনা বক্তব্যে তিনি বর্তমান সরকারের বিভিন্ন ‍উন্নয়ন মূলক কাজ তুলে ধরেন এবং সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরোদ্ধে কঠোর হুশিয়ারী দেন। তিনি বলেন, এই বাংলার মাটিতে কোন জঙ্গীবাদের জায়গা হবে না এবং অন্য কোন দেশে জঙ্গীবাদ পরিচালনার জন্য এই বাংলার মাটিকে ব্যবহার করতে দেওয়া হবে না। অতঃপর তিনি সরাসরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রাঙ্গামাটি, কুমিল্লা, কক্সবাজার, চাঁদপুর ও চট্টগ্রাম জেলার সাথে সংযুক্ত হয়ে বিভিন্ন শ্রেণী পেশার লোকের সাথে কথা বলেন এবং তাদের দাবী-দাওয়ার কথা শুনেন। ভিডিও কনফারেন্সটি ব্যপক আয়োজনের মাধ্যমে ০৬নং আজগরা ইউনিয়ন পরিষদের মিলনায়তনে সম্প্রচার করা হয়। উক্ত সম্প্রচারে অত্র আজগরা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ রুহুল আমিন, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, মসজিদের ইমাম, সরকারী কর্মকর্তা-কর্মচারী এবং সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অবশেষে চেয়ারম্যান সাহেব সকলকে কষ্ট করে উপস্থিত হয়ে অনুষ্ঠনটিকে সাফল্যমন্ডিত করার জন্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠনটির সমাপ্তি ঘোষনা করেন।

Images
Attachments