দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ (২৫-৩১ জুলাই ২০১৯ইং) পালন উপলক্ষে আজ মঙ্গলবার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জনসচেতণতা সৃষ্টির লক্ষ্যে বাউল সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এবং আজগরা ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ওইদিন বিকাল ৩ টায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি মুজিবুর রহমান দুলাল, ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেবেশ চন্দ্র দাস প্রমূখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেবেশ চন্দ্র দাস জানান, দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট-বাজারে জনসচেতণতা সৃষ্টির লক্ষ্যে বাউল সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের বর্ণনা, ছেলেধরা গুজব, গণপিটুনী, নানা অজুহাতে হত্যাসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ড বিরোধী প্রচারাভিযান চালানো হচ্ছে।
তিনি আরও জানান, উপজেলার লাকসাম (পূর্ব) ইউপির নরপাটি, পৌরসভার দৌলতগঞ্জ বাজার, কান্দিরপাড় ইউপির ইরম্নয়াইন, মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউপির চিতোষী মাওলানার বাজার, মুদাফরগঞ্জ (উত্তর) ইউপির মুদাফরগঞ্জ বাজার, গোবিন্দপুর ইউপির ইছাপুরা বাজার এবং উত্তরদা ইউনিয়নের আতাকরা বাজারে জনসচেতণতা সৃষ্টির লক্ষ্যে বাউল সঙ্গীতানুষ্ঠানের করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS